• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৮-২০২৩, সময়ঃ দুপুর ০২:৪৭

ফুলছড়িতে জমিসহ পাকা ঘর পাচ্ছে আরও ১৪৩ পরিবার



ফুলছড়ি প্রতিনিধি►

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নিমিত্তে ফুলছড়ি উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ পাকাঘর হস্তান্তরের লক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস বিফ্রিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুর রহমান।

আজ মঙ্গলবার (৮ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে ইউএনও আনিসুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এ উপজেলায় একজন ভূমিহীন ও গৃহহীন পরিবারও থাকবে না। অসহায় ভূমিহীন ও গৃহহীন মানুষদের সহায়তার মাধ্যমে স্বাবলম্বী করার প্রয়াস চালানো হচ্ছে। তারা স্বাবলম্বী হলেই দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবে।

তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ফুলছড়ি উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে প্রথম পর্যায়ে ৭৫ টি, দ্বিতীয় পর্যায়ে ৩৬০ টি, তৃতীয় পর্যায়ে ৩৩০ টি, 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে।

চতুর্থ পর্যায়ে ২৭৩টি ঘরের নির্মাণ করা হচ্ছে। বুধবার (৯ আগষ্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশব্যাপি ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষের মাঝে গৃহ ও জমি হস্তান্তরের অংশ হিসেবে এ উপজেলায় ১৪৩টি পরিবারকে ঘর প্রদানের আনুষ্ঠানিক শুভ-উদ্বোধন করবেন।

এদিন উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংসদ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপকারভোগী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম এবং ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।