- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫২
ফুলছড়িতে কারিতাসের এডভোকেসী সভা
ফুলছড়ি প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়িতে কারিতাসের প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশ, দিনাজপুর অঞ্চলের আয়োজনে সোমবার (২০ মার্চ) উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা।
প্রকল্প সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন, কারিতাসের ইআরপি প্রকল্পের মাঠ কর্মকর্তা কালিস্তুস মার্ডী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাজেদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুস সালাম, মহিলা সদস্য আফরুজা বেগম, ইআরপি প্রকল্প সুপারভাইজার যোসেফ সরেন ও এরশাদ হোসেন, কমিউনিটি অর্গানাইজার আল আমিন মিয়া।
সভায় কারিতাস কর্তৃক পরিচালিত কার্যক্রম উপস্থাপন, সাফল্য, প্রতিবন্ধকতা এবং প্রাপ্যতা থাকা সত্ত্বেও যেসকল সদস্য সাহায্যের আওতায় আসে নাই তাদেরকে ইউনিয়ন পরিষদ, কৃষি অফিস, সমাজসেবা অফিস, স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রয়োজনীয় সেবা প্রদানের সুপারিশ করা হয়।
এডভোকেসী সভায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।