• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৮-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:০৬

ফুলছড়িতে ঋতুকালীন স্বাস্থ্য সচেতনতায় ক্যাম্পেইন



ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার ফুলছড়িতে ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ (বৃহস্পতিবার, ২৯ আগষ্ট) দুপুরে উপজেলার ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন। 

গণজমায়েতে নারীদের ঋতুকালীন স্বাস্থ্যবিধি ও নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। সেইসঙ্গে সমাজে প্রচলিত নানা কুসংস্কার ও ভুল ধারণা–সম্পর্কে ছাত্রীদের সচেতন করা হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রধান, সহকারী শিক্ষক শামসুল হক আকন্দ, প্রতিমা রানী বর্মন, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, ফ্যাসিলিটেটর সুলতানা বাহার, শিক্ষার্থী জুই আক্তার ও ছনি আক্তার প্রমুখ।