- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১-১১-২০২২, সময়ঃ বিকাল ০৪:৪৩
ফুলছড়িতে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপনের গণসংযোগ
ফুলছড়ি প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে গণসংযোগ করেছেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান রিপন। মঙ্গলবার দিনব্যাপী তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি ফুলছড়ি হাটে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। গণসংযোগকালে মাহমুদ হাসান রিপন বর্তমান সরকারের উন্নয়ন কর্মকা- তুলে ধরে নৌকা মার্কায় ভোট চান।
এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, ফুলছড়ি উপজেলা যুবলীগের সভাপতি ও ফুলছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলী খান, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হান্নান, গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন মিয়াসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।