• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১০-২-২০২৫, সময়ঃ বিকাল ০৫:৫৬

ফুলছড়ি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা



আমিনুল হক, ফুলছড়ি►

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার, ১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো: হাফিজুর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা আঁখি সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলামসহ ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। 

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পরে উপজেলা এনজিও সমন্বয়ক সভাসহ বেশ কয়েকটি কমিটির সভা অনুষ্ঠিত হয়।