- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৯
ফুলছড়ির উদাখালীতে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল কর্তিকুড়া হাফেজিয়া মাদ্রাসা জামে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩ তলা ভিত্তি বিশিষ্ট এ মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, সোলায়মান হোসেন ফুল মিয়া, ইউপি সদস্য কাবিল উদ্দিন, মাদরাসা কমিটির সহ-সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, মুহতামিম সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য মাদরাসার এ মসজিদটি বিভিন্ন দানশীল ব্যক্তিদের সহযোগিতায় নির্মিত হচ্ছে। পরে অত্র মসজিদের উন্নয়নসহ দেশ জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।