• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৮-২০২৪, সময়ঃ বিকাল ০৫:৪৪

ফুলছড়িতে বিএনপির অবস্থান ও গণমিছিল



আমিনুল হক, ফুলছড়ি►

ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ১৫ আগষ্টকে কেন্দ্র করে অবস্থান কর্মসুচি এবং গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ (বৃহস্পতিবার, ১৫ আগস্ট) সকাল থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলছড়ি পরিষদের সামনে অবস্থান নেয়। 

পরে সকল নেতাকর্মিদের সাথে নিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ গেটে গিয়ে শেষ হয়। 

এসময় ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার ও সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।