- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-৬-২০২৩, সময়ঃ রাত ০৮:৩৫
ফুলছড়ি উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠের কমিটি গঠন
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধার ফুলছড়ি উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে ঈদগা মাঠ প্রাঙ্গণে স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উদাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, কমিটির সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন কুদ্দুস, সাবেক কোষাধ্যক্ষ সাইদুর রহমান, সাবেক প্রচার সম্পাদক নাজিম উদ্দিন, আব্দুস সালাম মিয়া, ডা. এম এ মজিদ প্রধান, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, কাজী নাজমুল হাবিব তমাল প্রমুখ।
পরে কমিটির সকল সদস্যের সম্মতিক্রমে সাবেক ইউপি সদস্য বাচ্চা আলী সরকারকে সভাপতি কাজী নাজমুল হাবিব তমালকে সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রধানকে কোষাধাক্ষ ডা. আব্দুল কুদ্দুসকে দপ্তর সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে ডা. এম এ মজিদ প্রধান ও আমিনুল ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়।