• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-১০-২০২৩, সময়ঃ সকাল ১১:৩৯

ফিলিস্তিনের জন্য দেশজুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক



মাধুকর ডেস্ক ►

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের স্মরণে আজ (শনিবার) সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। 

এর অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এদিকে, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে গতকাল শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। এসব বিক্ষোভে গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলার নিন্দা জানানো হয়। একইসাথে গাজায় হামলা বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানায় বিক্ষোভকারীরা। একইসাথে এদিন সব উপাসনালয়ে ফিলিস্তিনিদের জন্য প্রার্থনা করা হয়।