- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:০৬
ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক►
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল হয়েছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) জুমার নামাজের পর বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার আয়োজনে মুসলিম জনতা ও সংগঠনের কর্মীরা এতে অংশ নেন।
মিছিলটি শহরের বড় মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন বাজার মসজিদের সামনে গিয়ে সমাবেশ করে।
বক্তারা বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আমরা সমবেত হয়েছি। ইসরায়েলের অবৈধ দখলদারির প্রতিবাদ জানাচ্ছি। আমরা গাজার মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদ খুদরি, জিয়া নুর, ইমাম আহসান হাবীব প্রমুখ।