- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:০২
ফটো সাংবাদিক কুদ্দুস আলমকে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সম্মাননা প্রদান
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) এর ১১২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সপ্তাহব্যাপি কর্মসূচির সমাপনি দিনে গাইবান্ধা প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক ও স্বনামধন্য পুরস্কারপ্রাপ্ত ফটো সাংবাদিক কুদ্দুস আলমসহ তিন গুণী ব্যক্তি এবং একটি সংগঠনকে সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
গত সোমবার রাতে গানাসাস এর ডা. সাখাওয়াত হোসেন খান মুক্ত মঞ্চে অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো ওই তিন গুণী ব্যক্তি ও এক সংগঠনকে সম্মাননা পদক প্রদান করেন। যারা সম্মাননা পেয়েছেন তারা হচ্ছেন- আলোকচিত্র শিল্পী কুদ্দুস আলম, বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউর রহমান, অভিনয় শিল্পী শহিদুজ্জামান শহীদ এবং সংগঠন গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)।
এসময় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতি শাহজাহান খান আবু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হানিফ বেলালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া সপ্তাহব্যাপি সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মধ্যে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো পুরস্কার প্রদান করেন।