• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-২-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৪২

প্রয়াত সাংবাদিক চাদের পরিবারকে সাংসদ শামীমের সহায়তা প্রদান



সুন্দরগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রয়াত সাংবাদিক রাশিদুল আলম চাদের মেয়ের বিবাহ উপলক্ষে সাংবাদিক পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। মঙ্গলবার বিকালে সাংসদ শামীমের বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম ফলগাছা গ্রামের বাড়িতে সাংবাদিকের স্ত্রী চামেলী বেগমের হাতে নগদ ৫০ হাজার টাকা সহায়তা হিসেবে প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পাটির সিনিয়র সহ-সভাপতি আনছার আলী সরদার, সাধারন সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাজান মিয়া, সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম অবুঝ, জুয়েল রানা, সাংসদ শামীমের বিশেষ সহকারি নুর মোহাম্মদ রাফি প্রমুখ। ২০১৯ সালে সাংবাদিক রাশিদুল আলম চাদ না ফেরার দেশে চলে যান। তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার দুটি কন্যা সন্তান রয়েছে।