- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৪৩
প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. এস.এ মালেক স্মরণে গাইবান্ধায় স্মরণ সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক ►
বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সভাপতি আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা-১, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর সাবেক এমপি, প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডা. এস.এ মালেক স্মরণে গাইবান্ধায় শনিবার এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ গাইবান্ধা জেলা শাখা আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। স্মরণ সভায় আলোচক ছিলেন বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মশিউর রহমান।
গাইবান্ধা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীবন কুমার দেব রকির সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, পৌর আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক রুবেল, বঙ্গবন্ধু পরিষদ জেলা কমিটির সদস্য অ্যাড. সমিরন সরকার, অ্যাড. আবু আবদুল্লাহ কনক, অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন প্রমুখ। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।