- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৩-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩০
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার
মাধুকর ডেস্ক ►
কাতার সফর নিয়ে সোমবার (১৩ মার্চ) সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, ওইদিন বিকেল সাড়ে ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫) উপলে গত ৪-৮ মার্চ কাতার সফর করেন প্রধানমন্ত্রী। সফরে তিনি এলডিসি সম্মেলনে যোগদানের পাশাপাশি কাতারের আমির, জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ সাধারণ অধিবেশনের প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন।