- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১৯
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার
মাধুকর ডেস্ক►
জাতিসংঘের ৭৮তম সাধারণ পরিষদের অধিবেশনের বিষয়ে সংবাদ সম্মেলনে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল (শুক্রবার) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অধিবেশন শেষে ৩০ সেপ্টেম্বর যুক্তরাজ্য যান তিনি। দুই দেশে মোট ১৬ দিনের সফর শেষে গতকাল বুধবার (৪ অক্টোবর) দেশে ফিরেছেন শেখ হাসিনা।