- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-১১-২০২২, সময়ঃ বিকাল ০৩:৪৭
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এনআরবিসি ব্যাংকের কম্বল প্রদান
নিজস্ব প্রতিবেদক ►
এনআরবিসি ব্যাংক লিমিটেড শীতার্ত ও অসহায়-দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল প্রদান করেছে। ১০ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের কম্বল তুলে দেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। এসময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার উপস্থিত ছিলেন।
ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এই কম্বল প্রদান করা হয়। এছাড়া ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে।