- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৬-১২-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫৫
প্রধানমন্ত্রী আজ পীরগঞ্জ আসছেন
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি ►
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার পীরগঞ্জে আসছেন। তিনি আজ দুপুর ২ টায় পীরগঞ্জ সরকাররি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জন্য নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। এর আগে তিনি তাঁর শ্বশুরবাড়ী পীরগঞ্জের ফতেপুর গ্রামে পারিবারিক কবরস্থানে শায়িত স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়াসহ শ্বশুর-শ্বাশুড়ীর কবর জিয়ারত করবেন। সেখানেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
অপরদিকে জনসভাকে ঘিরে রংপুর বিভাগে আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। সেইসাথে পীরগঞ্জের সর্বত্র সাজসাজ রব পড়েছে। গোটা উপজেলা ব্যানার পেষ্টারে ছেয়ে গেছে। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পীরগঞ্জ উপজেলা সদরকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে গত রোববার রাতে শেখ হাসিনা আদর্শ বালিকা বিদ্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান এমপি,কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাডভোকেট সফুরা বেগম,কৃষক লীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম ছায়াদৎ হোসেন বকুল, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বকর, রংপুর জেলা যুবলীগের সাধারন সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমেদ, সাধারন সম্পাদক তানিম আহসান চপল প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম জানান, প্রধানমন্ত্রীর এ জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। শেখ হাসিনা পীরগঞ্জের ব্যাপক উন্নয়ন করেছেন। উন্নয়নের ফলে মানুষ নৌকা মার্কায় ভোট দিতে প্রস্তুুত। এখানে আওয়ামী লীগের প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করবে বলে আশা করা হচ্ছে। সমাবেশ সফল করার জন্য সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আরও জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা পীরগঞ্জ এলাকার বধুমাতা, তাঁকে বরণ করার জন্য পীরগঞ্জবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে কয়েকস্তরে প্রচারনা চালিয়ে যাচ্ছি। পীরগঞ্জের সংসদ নির্বাচন খুবই উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর আগমনের প্রতিক্রিয়ায় এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী এমপি বলেন, পীরগঞ্জ আসনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন। অতীতে তিনি এ আসনে সরাসরি নির্বাচন করেছেন। ২০১৪ সালের উপনির্বাচনে আমি এ আসনে প্রথম প্রার্থী হই। এরপর ২০১৮ সালে দ্বিতীয়বার সরাসরি নির্বাচন করি। এবারও প্রধানমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন। তাঁর মনোনীত প্রার্থী হিসেবে আমি পীরগঞ্জ আসন থেকে প্রার্থী হয়েছি। তিনি পীরগঞ্জে আসছেন এ খবরে পীরগঞ্জসহ গোটা রংপুর বিভাগের মানুষ উচ্ছ্বসিত।
পীরগঞ্জবাসির উন্নয়ন ও কল্যাণের জন্য আমি কাজ করে যাচ্ছি। এলাকার মানুষের চাহিদা অনুযায়ী পরিকল্পনা মাফিক উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে। সরকার দেশের উন্নয়নে অনেক প্রকল্প হাতে নিয়েছে। অনেক প্রকল্পের কাজ চলমান আছে। তারই ধারাবাহিকতায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে দেশকে ষ্মার্ট বাংলাদেশে রুপান্তর করা যাবে। সেইসাথে শেখ হাসিনার হাত ধরে পীরগঞ্জ হবে মডেল উপজেলা, এটাই আমার লক্ষ্য। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পীরগঞ্জের জনসভাকে সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।