- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১০-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১৪
প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গোৎসব
নিজস্ব প্রতিবেদক►
ঢাকের বাদ্য আর আবীর খেলার মধ্য দিয়ে বিসর্জন হলো বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। দশদিন আগে মহালয়ার মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে এই পূজার উৎসব শুরু হয়েছিল। আর আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে বিজয়ী দশমীতে বিহিত পূজা ও দর্পণ বিসর্জনে শাস্ত্রীয় সমাপ্তি হলো দুর্গাপূজার। বিকেলে হয় প্রতিমা বিসর্জন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দশভূজা দেবী মহালয়ার দিন ‘কন্যারূপে’ পৃথিবীতে আসেন। আর দশমার দিন বিসর্জনের মাধ্যমে এক বছরের জন্য বিদায় জানানো হয় তাকে। দেবীর আগমন ও প্রস্থানের মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত মাঝের পাঁচদিন নানা আয়োজনে চলে দুর্গোৎসব।
এবার গাইবান্ধা জেলার ৭ উপজেলার ৬৩৯টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়। মণ্ডপগুলোর মধ্যে- গাইবান্ধা সদর উপজেলায় ১০১টি, সাদুল্লাপুর উপজেলায় ১০৮টি, পলাশবাড়ী উপজেলায় ৬২টি, সুন্দরগঞ্জ উপজেলায় ১৪৭টি, গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩৭টি, ফুলছড়ি উপজেলায় ১৬টি ও সাঘাটা উপজেলায় ছিল ৬৮টি।