- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১২-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩০
পুষ্টি সুশাসন প্রতিষ্ঠায় অংশীজনদের করনীয় শীর্ষক কর্মশালা
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ►
গাইবান্ধায় পুষ্টি সুশাসন প্রতিষ্ঠায় বহুখাত ভিত্তিক অংশীজনদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ ও করড এইডের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং সঙ্গ প্রকল্পের আয়োজনে গতকাল বুধবার গাইবান্ধা এসকেএস ইনের বালাশী সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুরু এবং সমাপনি অংশে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, সহ-সভাপতি সৈয়দ নুরুল আলম জাহাঙ্গীর, সঙ্গ প্রকল্পের লাভলীহুড এ্যাডভাইজার মশিউর রহমান, নিউট্রেশন গর্ভনেস এ্যাডভাইজার মনিরুজ্জামান মুকুল, ওয়াস এ্যাডভাইজার মোতাকাব্বিরুল হক, আরডিআরএস সুন্দরগঞ্জ উপজেলা কো-অডিনেটর এস এম আরিফুজ্জামান, আরডিআরএস ফুলছড়ি উপজেলা কো-অডিনেটর হাবিবুর রহমান, আরডিআরএস গাইবান্ধা সদর উপজেলা কো-অডিনেটর তানজিন সুলতানা, সঙ্গ প্রকল্পের টেকনিক্যাল অফিসার হাবিবুর রহমান, আরফিনা আখতার, মুক্তা রানী, প্রমুখ।
কর্মশালায় রির্সোস পার্সেন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা প্রশিক্ষণ ইনষ্টিটিউট, রংপুর পীরগঞ্জের উদ্ধত বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম। শুরুতেই প্রজেক্টরের মাধ্যমে পুষ্টি বিষয়ক কর্মকান্ডের স্লাইড দেখানো হয়।
এছাড়া বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় গাইবান্ধা জেলার সাত উপজেলার ২৫ জন গণমাধ্যমকর্মী, সুশিলসমাজ, বেসরকারিখাত ও ধর্মীয় নেতা উপস্থিত ছিলেন।