• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-১০-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৬

পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে প্রাণ গেল শিশুর



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা সদর উপজেলায় পুকুরে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে প্রাণ হারিয়েছে কৌশিক সাহা (৮) নামে এক শিশু। আজ (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার খোলাহাটি ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

কৌশিক ওই গ্রামের কেশব সাহার ছেলে। সে পৌর শহরের শাহিন মডেল স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত।

স্থানীয়দের বরাতে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানী জানান, বিকেল ৩টার দিকে কয়েকজন শিশুসহ কৌশিক সাহা বাড়ির পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবলটি পাশের একটি পুকুরে পড়ে যায়। কৌশিক ফুটবলটি তুলতে গিয়ে পানিতে তলিয়ে যায়। আশপাশের লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজির পর কৌশিকের মরদেহ উদ্ধার করে।