- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৮-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:১২
পীরগাছায় শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার
পীরগাছা (রংপুর) প্রতিনিধি ►
রংপুরের পীরগাছায় শেরআলী নামে এক স'মিল শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ব্রাহ্মণীকুণ্ডা বাজার সংলগ্ন একটি কলা বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শেরআলী (৫৫) ওই এলাকার মানিক উল্ল্যার ছেলে। তিনি স'মিলে শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে ব্রাহ্মণীকুণ্ডা বাজারের পূর্বপাশের একটি কলা বাগানে গলাকাটা অবস্থায় শেরআলীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের বড় ভাই শাহার আলী বলেন, জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে এএসপি (সি-সার্কেল) কামরুজ্জামান বলেন, আমরা হত্যা রহস্য উদঘাটনের কাজ করছি। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।