- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:০৯
পীরগাছায় ব্রিজ ভেঙ্গে নদীতে: যান চলাচল বন্ধ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি ►
রংপুরের পীরগাছায় আলাইকুমারী নদীর ওপর থাকা ২৭ মিটার দৈর্ঘ্যের ঝুঁকিপূর্ণ একটি ব্রিজ ভেঙে গেছে। গত রবিবার রাত ১০টার দিকে রংপুর-পাওটানা সড়কে উপজেলার দামুর চাকলা বাজার সংলগ্ন এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৮২ সালে দামুরচাকলা বাজার সংলগ্ন আলাইকুমারী নদীর উপর ২৭ মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ নির্মাণ করা হয়। ২০২১ সালে তিস্তা পাওয়ার প্লান্টের সরঞ্জামাদি সরবরাহে অসংখ্য ভারী ট্রাক ওই ব্রিজের উপর দিয়ে চলাচলের কারণে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সম্প্রতি উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে ওই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে একই স্থানে ৪ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে ৩৬ মিটার একটি ব্রিজ নির্মাণের দরপত্র আহবান করা হয়।
এদিকে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই গত রবিবার রাত সাড়ে ৯ টার দিকে ব্রিজের উপর দিয়ে একটি নৈশকোচ ও একটি মাল বোঝাই ট্রাক যাওয়ার পর ব্রিজে ফাটল দেখা দেয়। এর ৩০ মিনিট পর ব্রিজটি ভেঙে নদীর মধ্যে পড়ে যায়। ফলে ওই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
তবে স্থানীয় লোকজনের দাবি, বৃষ্টির কারণে অতিরিক্ত পানির ঢলে নিচের মাটি সরে গিয়ে ব্রিজ ভেঙে গেছে। এতে লোকজন প্রায় ২ কিলোমিটার ঘুরে সুন্দর বাজার থেকে চোত্তাপাড়া মধুরাম হয়ে দামুর চাকলা পর্যন্ত চলাচল করছে।
এদিকে সোমবার সকালে পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ইউএনও নাজমুল হক সুমন, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপরে নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় বাসিন্দা রাজা মিয়া বলেন, তিস্তা পাওয়ার প্লান্টের ভারী যানবাহন ওই ব্রিজের উপর চলাচলের কারণে ব্রিজটি ভেঙ্গে গেছে। তা না হলে আরো কয়েক বছর কিছুই হতো না। দ্রুত একটি বেইলী ব্রীজ নির্মাণের দাবি করছি।
পীরগাছা উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ওই স্থানে নতুন ব্রিজের জন্য দরপত্র আহবান করা হয়েছে। তবে এখনও ঠিকাদার নির্ধারণ হয়নি। ভারী যানবাহন চলাচলের কারণে ব্রীজটি ভেঙ্গে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান বলেন, সংশ্লিষ্ট কর্তৃপরে সঙে কথা হয়েছে। দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করা হবে।