• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১২-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৪৩

পীরগাছায় গোপনে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ, যুবক গ্রেপ্তার



পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গোপনে এক নারীর গোসলের ভিডিও ধারণ করার অভিযোগে মাহমুদুল হাসান মিন্টু(৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেলে তাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান মিন্টু উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

ভূক্তভোগী গৃহবধূর স্বামী জানান, গত শুক্রবার তার স্ত্রীকে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে কুপ্রস্তাব দেন মাহমুদুল হাসান মিন্টু। এতে রাজি না হওয়ায় কৌশলে গোপনে গোসলের ভিডিও ধারণ করা হয়।  একপর্যায়ে তার স্ত্রীর ফেসবুক আইডিতে ধারণকৃত ভিডিওর ছবি পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি করেন মিন্টু। বিষয়টি জানার পর কৌশলে স্ত্রীকে দিয়ে প্রলোভন দেখিয়ে মিন্টুকে দেখা করতে বলা হয়।  শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তার স্ত্রীর সঙ্গে দেখা করতে আসলে মিন্টুকে আটক করে এলাকাবাসী। পরে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক(এসআই) আনিছুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছেন মাহামুদুল হাসান মিন্টু। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে।