- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-১১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৭
পীরগাছা সরকারি কলেজ অধ্যক্ষের যোগদান
পীরগাছা (রংপুর) প্রতিনিধি►
রংপুরের পীরগাছা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন এস এম আশাদুল ইসলাম। সরকারিকরণের পর তিনিই প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। বুধবার (২২ নভেম্বর) দুপুরে এক অনাড়ম্বর ও গার্ড অব অনারের মাধ্যমে তাকে বরণ করে নেওয়া হয়।
এর আগে তিনি গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনুর সভাপতিত্বে পরিচয় পর্ব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সদ্য যোগদানকৃত অধ্যক্ষ এস এম আশাদুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বাবুল আকতার ও মাসুদুর রহমান, পীরগাছা সরকারি কলেজের প্রভাষক সৈয়দ হাবিবুর রহমান, আতাউর রহমান, মনোয়ার হোসেন ও অফিস সহকারী সৈয়দ ফজলুল করিম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, গাইবান্ধা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মন্ডল, বিএম জিল্লুর রহমান, ইফতেখারুর রহমান, প্রভাষক ওয়াসিম মিয়া, জীবনকৃষ্ণ বর্মন ও হাসান ফারুক প্রমুখ।
সদ্য যোগদানকৃত অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম ১৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে কর্মজীবন শুরু করেন। তিনি গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষক পরিষদের পরপর ৫ বার নির্বাচিত সম্পাদক। বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির রংপুর অঞ্চলের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্বে আছেন। এছাড়া তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।