- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৪-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৩৪
পীরগঞ্জের প্লাবনভূমিতে ৬ শতাধিক মাছের পোনা অবমুক্ত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি►
রংপুরের পীরগঞ্জে চলতি বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় জলমহাল, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ওই পোনা অবমুক্তকরণ করা হয়।
এ কার্যক্রমে রংপুর জেলা মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান মানিক উপস্থিত ছিলেন। এ সময় জেলা মৎস্য জরিপ কর্মকর্তা বুলবুল আহমেদ,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, বড়বিলা মৎস্যজীবি সমিতির সভাপতি বিপুল সরকার, সম্পাদক কৃষ্ণচন্দ্র ও মৎস্যজীবি নেতা বরলাম সরকার প্রমুখ।
উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে বড়বিলা ও প্লাবনভুমিতে ৪০৫ হেক্টরের পৃথক ৪টি জলাশয়ে ৬৮৯ কেজি রুই কাতলা ও মৃগেল জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।