- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩১-১০-২০২২, সময়ঃ বিকাল ০৩:০৫
পীরগঞ্জে সোনালী ব্যাংক এর চুক্তি এটিএম বুথ উদ্বোধন
পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি ►
রংপুরের পীরগঞ্জে সোমবার দুপুরে স্থানীয় সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ হল রুমে এটিএম বুথ উদ্বোধন ও চুক্তি স্বাক্ষর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রংপুর সোনালী ব্যাংক এর জেনারেল ম্যানেজার রশিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন পীরগঞ্জ শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর সোনালী ব্যাংকের ডিপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের অধ্য রাশেদুন্নবী চৌধুরী, রংপুর সোনালী ব্যাংক এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার নাজমা জেসমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র ছাত্রী সোনালী ব্যাংক লিমিটেড এর এটিএম বুথের মাধ্যমে লেনদেন করতে পারবে। বাংলাদেশের মধ্যে যত ব্যাংক রয়েছে তার মধ্যে সোনালী ব্যাংক লিমিটেড সবার আগে। সোনালী ব্যাংক মানুষকে স্বচ্ছতার সাথে সেবা দিয়ে যাচ্ছে। সভা সঞ্চালনা করেন, সিনিয়র অফিসার প্রিন্সিপাল অফিসার মাসুদুল হাসান।