• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫২

পীরগঞ্জে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচীর মাসিক যৌথসভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত



পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের শেরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্হাপনায় চতরা ও কাবিলপুর ইউনিয়নের প্রায় ২১ টি সমিতি আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহণে প্রাণবন্ত উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত যৌথ সভায় প্রধান আলোচক হিসেবে প্রবন্ধ পাঠ করেন পীরগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা ও সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচীর সহকারী প্রকল্প পরিচালক মোছা. মাহফুজা বেগম।

তিনি সমবায়ীদের বিভিন্ন প্রশ্নের দিক-নির্দেশনামূলক উওর জানিয়ে মত বিনিময় করেন। উক্ত যৌথ সভায় প্রধান অতিথি মূল্যবান বক্তব্য প্রদান করেন কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কাবিলপুর ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.শহিদুল ইসলাম সহ সংশিষ্ট সমিতির গ্রামকর্মীবৃন্দ। শেরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির উদ্যেগে আমন্ত্রিত সমবায়ীদের কে যাতায়াত ভাতা ও আপ্যায়ণ করানো হয়।