• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১-৩-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৪

পীরগঞ্জে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ



পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►

রংপুরের পীরগঞ্জ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পরিকল্পনা ও সহযোগিতায় শিক্ষার্থীদের সহায়তা কর্মসূচির অংশ হিসেবে সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণ পরবর্তী পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার উপজেলা সদরের কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের পক্ষে আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ করেন, কছিমন নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস পীরগঞ্জ উপজেলা শাখার  সভাপতি আনারুল ইসলাম মান্নু, সমিতির সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলু, হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একেএম আমিনুর রহমান খোকন, সহকারি শিক্ষক আক্তারুজ্জামান নয়ন, জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আনিছার রহমান মন্ডল, সুন্দর হাতের লেখা প্রশিক্ষক ও ধর্মদাসপুর আমিনিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হারুন আর রশিদ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সুন্দর হাতের লেখা প্রশিক্ষণে বিজয়ী ৩৪২জন শিক্ষার্থিদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এ সহায়তার কর্মসূচির উদ্যোগতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সঙ্গে বুধবার মুঠোফোনে কথা হলে তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, আমার বয়স ৭৬ব ছর। জানি না কখন মৃত্যু হয়, তবে মৃত্যুর পূর্বে আমি পীরগঞ্জবাসীর জন্য কিছু করে যেতে চাই। আমার এই বাসনা থেকেই শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণের উদ্যোগ নিয়েছি।

আমি প্রাথমিকভাবে পীরগঞ্জ উপজেলার উল্লে¬্যখযোগ্য ও রংপুর জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ ব্যাগ বিতরণ করবো। এছাড়া পীরগঞ্জের অসহায় মানুষগুলোর জন্য আমার বিগত সময়ের ন্যায় সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।