- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫৪
পীরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জ উপজেলায় সোমবার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এক শিশুকে টিকা খাইয়ে দিয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল।
নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিরকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিন,পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন প্রমুখ। কর্তৃপক্ষ জানায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৫ ইউনিয়নে ৩’শ ৬০ টি পৃথক কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ৮’শ ৯০ শিশু এবং ১ বছর থেকে ৫ বছর বয়স পর্যন্ত ৫৫ হাজার ৮’শ ৭৫ শিশুকে এই টিকা খাওয়ানো হবে।