- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৩
পীরগঞ্জে বাড়িতে শূণ্য ডেলিভেরি বিষয়ক আরডিআরএসের অবহিতকরণ সভা
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি►
রংপুরের পীরগঞ্জে আরডিআরএসের গৃহীত “বাড়িতে শূণ্য ডেলিভেরি ” জননী নামের গৃহীত প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান।
শুরুতেই প্রকল্পের আদর্শ উদ্দেশ্য ও দিক নির্দেশনা তুলে ধরেন প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর।
পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল এতে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তারিকুল ইসলাম মন্ডল, উপজেলা প.প কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ডাঃ শাহনাজ ফারহানা আফরোজ, জুনিয়র কনসালটেন্ট ডাঃ মোছাঃ আশরিফা আইরিন, কুমেদপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম, ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, মিঠিপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ মন্ডল, স্বাস্থ্য কর্মী আবুল কালাম আজাদ ও প.প কর্মী সুজন প্রমুখ।