• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-১২-২০২২, সময়ঃ বিকাল ০৫:০১

পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ফ্যামিলি পিকনিক



পীরগঞ্জ (রংপুর)প্রতিনিধি ►

রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ফ্যামিলি পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর পীরগঞ্জের একমাত্র বিনোদন পার্ক “আনন্দ নগরে” ওই ফ্যামিলি আড্ডা নামে এ পিকনিক অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ, বিনোদন পার্ক আনন্দ নগরের স্বত্ত্বাধীকারী নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়,পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নূরুল আমীন রাজা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর পুত্র ও রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম রিনা, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মাহবুব রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, রংপুর জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান, উপজেলা জাসদের সভাপতি মীর মোহাম্মদ মানিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ মো. রতন, সম্পাদক রাকিবুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল ইসলাম সাগর, সম্পাদক শাহেদ প্রধানসহ গণ্যমান্যব্যক্তিবর্গ।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক জানান, সকল সাংবাদিক তাদের পরিবারের সদস্যদের নিয়ে একদিন আড্ডায় মেতে উঠবেন, এটা আনন্দের। আগামীতে এ ধরণের উদ্যোগ চলমান থাকবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ, বিনোদন পার্ক আনন্দ নগরের স্বত্ত্বাধীকারী নুর মোহাম্মদ মন্ডল জানান, সাংবাদিকদের আনন্দ আড্ডায় মুখরিত ছিল পিকনিক স্পট আনন্দ নগর। এটা খুব ভালো উদ্যোগ। পীরগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামীম জানান, ব্যস্ততার ভীড়ে সাংবাদিকদের ফ্যামিলির সাথে আমিও নিজের ফ্যামিলি নিয়ে একদিন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। এককথায় চমৎকার আড্ডা। এ ধরণের আয়োজনে আমি সবসময় তাদের সাথে থাকবো।