- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৩:২০
পীরগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়মিত কয়েকটি জেনারেল সার্জারী হচ্ছে
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ►
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এখন নিয়মিত কয়েকটি জেনারেল সার্জারী হচ্ছে। সরেজমীনে প্রকাশ, উপজেলাবাসী সাধারণ নাগরিকদের সেবাপ্রাপ্তী আর ও সহজীকরণের আওতায় আনতে সাম্প্রতিক সময়ে এ উপজেলায় নতুন কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়।
পদক্ষেপ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে নর্মাল ডেলিভারীর পাশাপাশি গাইনোকলজিষ্ট 'মহিলা ডাক্তার' দ্বারা সিজারিয়ান ডেলিভারী, সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা হার্নিয়া, পাইলস, হাইড্রোসিল, আপেনডিক্স অপারেশন। এছাড়া, এক্সরে, আলট্রাসনোগ্রাফি এবং ই,সি,জি সহ ল্যাবের সাধারণ পরীক্ষা সমূহ সরকারি সেবা মূল্যে ফি পরিশোধের মাধ্যমে রসিদ গ্রহণ স্বাপেক্ষ পাওয়া যাচ্ছে।
সেবা গ্রহীতাদের উন্নত সেবা গ্রহণের জন্য (সকল ডাক্তারদের উপস্হিত সময়) প্রতিদিন সকাল ১০ টা থেকে বেলা ১ টার মধ্যে "আউটডোরে" টিকেট গ্রহণ করতে হয়। আউটডোর ছাড়া সার্বক্ষণিক ইমার্জেন্সী বিভাগ চালু রয়েছে। ইদানিং বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার পীরগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে যোগদান করায় চিকিৎসা সেবার মান বেড়েছে। অতি সম্প্রতি (ঔষধ কোম্পানির প্রতিনিধি) "রি-প্রেজেনটেটিভ" গনের জন্য ডাক্তারদের চেম্বারে প্রেসক্রিপশন লেখা ও রোগী দেখাকালীন স্যাম্পল ভিজিটের নামে সাক্ষাৎ করতে নিষেধ থাকায় সেবা গ্রহীতা নাগরিকরা উপকৃত হচ্ছে এবং স্বস্তি পাচ্ছে।
উপজেলাবাসী নানামূখী পেশায় নিয়োজিত সাধারণ নাগরিকদের আশা হঠাৎ যেন কোন সহজ-লভ্য সেবাদান বন্ধ হয়ে না যায়। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্হ্য কর্মকর্তা ডা. সাদিকাতুল তাহিরীনের প্রত্যাশা আগামী দিন গুলোতে পীরগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আর ও বিশেষজ্ঞ সেবা প্রাপ্তী বৃদ্ধি পাবে