• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫৭

পালন করা ষাঁড়ের গুঁতোয় প্রাণ গেল খামারির



ফুলবাড়ী প্রতিনিধি ►

দিনাজপুরের ফুলবাড়ীতে পোষা ষাঁড়ের গুঁতোয় মশিয়ার রহমান (৫৮) নামে এক খামারির মৃত্যু হয়েছে। শুক্রবার আমবাড়ী পশু হাটে ষাঁড় বিক্রয় করে ফেরার সময় এ ঘটনা ঘটে। মশিয়ার রহমান ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন খামারি ছিলেন।

নিহত খামারির সঙ্গে থাকা মফিজুল ইসলাম বলেন, ষাঁড়টি নিয়ে আমরা আমবাড়ী পশুর হাটে গিয়েছিলাম। কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় ষাঁড়টি বিক্রি করা হয়নি। বিকেলে ষাঁড়টি নিয়ে ফেরার সময় এটি মশিয়ারকে পেছন থেকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শেফালি বেগম বলেন, ষাঁড়টি দিন দিন বেপরোয়া হয়ে যাচ্ছিল। এজন্য এটি বিক্রি করতে হাঁটে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত সেই ষাঁড়ের আঘাতেই তার প্রাণ গেল। ভালো মানুষ সকাল বেলা ষাঁড় নিয়ে হাটে গেল, আর সন্ধ্যায় লাশ হয়ে ফিরলো।

নিহতের ছেলে মকছেদ আলী জানান, রাতে তার বাবার মরদেহ হাসপাতাল থেকে বাসায় আনা হয়েছে। লাশ দাফনের প্রস্তুতি চলছে।