• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-৬-২০২৩, সময়ঃ দুপুর ০২:২১

পার্বতীপুরে“সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার



পার্বতীপুর প্রতিনিধি ►

পার্বতীপুরে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে “সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়” শীর্ষক সেমিনার আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের উপর আলোকপাত করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল ও উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায়। সরকারের দেওয়া বিভিন্ন ধরনের ভাতাভোগীদের সচেতন করা, নানান ধরনের সমস্য দূরীকরণ ও ভাতাভোগীদের প্রতারকদের হাত থেকে সুরক্ষা ও সজাগ থাকার বিষয়ে এ সেমিনারে বিশেষভাবে আলোচনা করা হয়েছে।

সেমিনারে যোগদেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বারী রুকু, হাবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সরকার  আনিস, শ আ ম হায়দার, আতাউর রহমান (ভোরের দর্পন), এম এ জলিল সরকার (ইনকিলাব), মোস্তাফিজুর রহমান (ভোরের কাগজ), মঞ্জুরুল আলম  (করতোয়া), মাহামুদুর রহমান (সমকাল), আব্দুল্লাহ আল মামুন (অবজারভার), সোহেল সানী (দেশ রুপান্তর) ও প্রধান শিক্ষক মোক্তারুল আলম মোক্তার, ইউপি সদস্যসহ বিভিন্ন এনজিও’র প্রতিনিধিগণ।