- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৮
পার্বতীপুরে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ গ্রেফতার দুই
এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) ►
দিনাজপুরের পার্বতীপুরে ১৫ হাজার ইয়াবা জব্দসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর রংপুরের একটি গোয়েন্দা দল বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে একটি অভিযান করে ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক (ঢাকা মেট্রো ন- ২১০৪৫৯) আটক করলে বহনকৃত পুরোনো ফার্নিচারের নিচ থেকে ঐ নেশাজাত দ্রব্য গুলো উদ্ধার করা হয়।
জানা যায়, আজ শুক্রবার বেলা ২টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহসাড়কের মৎস্য হ্যাচারীর মোড়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেফতার ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এসময় গ্রেফতারকৃতরা হলেন- লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বশিরপুর গ্রামের হাজী শহিদুল্লাহ মাস্টারের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার উদয়পুর গ্রামের নুর হোসেন শেখের ছেলে আরিফ হোসেন পাপ্পু (৩৪)।
অভিযান পরিচালনাকারী দলনেতা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরেরর গোয়েন্দা পরিদর্শক মোজাফফর হোসেন শাহ জানান, চট্রগ্রামের সিটি গেট থেকে ইয়াবাসহ একটি ট্রাক সৈয়দপুর আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ সদস্যের একটি দল নিয়ে অভিযান চালানো হয়। এসময় ট্রাকে রাখা একটি ব্যাগ থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা চালানের বিষয়টি স্বীকার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে আরিফ হোসেন পাপ্পু ঐ ট্রাকের চালক। পরে উদ্ধার হওয়া ইয়াবা ও ট্রাকসহ তাদের দু’জনকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ সাকিব সরকার বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানের সাথে কথা হলে ইয়াবা উদ্ধার ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।