- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-২-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫১
পার্বতীপুরে স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►
পার্বতীপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে পৌর অডিটরিয়ামে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্বেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব রাইসুল ইসলাম। কর্মী সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্বেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন দিলীপ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব নয়ন। অনুষ্ঠান শেষে মেনহাজুল হক বাবুকে সভাপতি ও স্বদেশ রায়কে সাধারন সম্পাদক করে পার্বতীপুর পৌর শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের একটি কমিটি গঠন করা হয়।