- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১০-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৪১
পার্বতীপুরে রেল কাটা পড়ে জুয়েলারী ব্যবসায়ী নিহত
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►
পার্বতীপুরে কমলা জুয়েলার্স ব্যবসায়ী নয়ন দাস (৩৮) আজ শনিবার বিকেল পৌনে ৫টার দিকে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া এলআর বুড়িমারী লোকাল ট্রেনে কাটা পড়ে নিহত হন।
জানা যায়, ট্রেনটি রংপুর লাইনের সুন্দরী পাড়া রেলগেটের সামনে ছোট বৃত্তিপাড়া চৈতার মুরগী ফার্মের নিকট এ দূর্ঘটনাটি ঘটে। নতুন বাজার খোলাহাটি রোডে কমলা কুটির মৃত নারায়ন চন্দ্র দাসের পুত্র নয়ন দাসের এ মর্মান্তিক মৃত হয়। নয়ন দাস ও তার ভাই কেল্টু দাস দুই ভাই মিলে নতুন বাজারে মেইন সড়কের কমলা জুয়েলার্স এর দোকান ব্যবসা করত। তার মা কমলা জানান, বছর দুয়েক আগে তার বিয়ে হয়। তার এক সন্তান ও স্ত্রী রয়েছে।
রেলওয়ে জিআরপি থানার ওসি সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে জানান, লালমনিরহাট/রংপুর ফাঁড়ি জিআরপি থানাকে অবহিত করা হয়েছে।