- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৮
পার্বতীপুরে মডেল মসজিদের উদ্বোধন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ►
আজ বৃহস্পতিবার পার্বতীপুর উপজেলা চত্বরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি।
এ উপলক্ষে পার্বতীপুর উপজেলা পরিষদের মিলনায়তনে স্থানীয় নের্তৃবৃন্দ ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী স্থানীয় সাংসদ এড. মোস্তাফিজুর রহমান ফিজার। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, পার্বতীপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল।