- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-১২-২০২২, সময়ঃ বিকাল ০৩:৩৯
পার্বতীপুরে পলাশবাড়ী ইউপি নির্বাচন আগামীকাল
পার্বতীপুর প্রতিনিধি ►
পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে আগামীকাল ২৯ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা আসনে ভোটে লড়বেন চেয়ারম্যান পদের জন্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রভাষক মুহাম্মদ রুহুল আমিন (নৌকা মার্কা), মোফাক্ষারুল ইসলাম ফারুক (মোটর সাইকেল মার্কা), সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুল হক সরদার (আনারস মার্কা)।
চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দিতা করবেন। সাধারণ সদস্য পদে সর্বমোট লড়বে ৪৩ জন ও মহিলা সংরক্ষিত আসনের বিপরীতে ২২ জন। পলাশবাড়ী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৩০ হাজার ৪২ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫’শ ৩ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৫’ ৩৯ জন। এই নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৩ টি।