- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১২-২০২২, সময়ঃ বিকাল ০৪:৫৩
পার্বতীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তারবিয়াতী আলোচনা সভা
পার্বতীপুর প্রতিনিধি ►
দিনাজপুরের পার্বতীপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে তারবিয়াতী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টায় শহরের ঢাকা মোড়স্থ দলীয় কার্যালয় চত্বরে এর আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্বতীপুর শাখার সভাপতি মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
অন্যান্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর জেলা দক্ষিনের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, পার্বতীপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ নাছির হোসেনসহ উপজেলার ১০ইউনিয়নের সদস্যসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারবিয়াতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।