- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৭-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৪৫
পার্বতীপুর ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
পার্বতীপুর প্রতিনিধি ►
পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক। এছাড়াও উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুকসানা বারী রুকু, সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রধান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সূধীজনেরা।