• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩১-৫-২০২৩, সময়ঃ রাত ০৭:১৯

পারফরম্যান্স বেজড (PBGSI) স্কিম এর কর্মশালা



পলাশবাড়ী প্রতিনিধি ►

পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) এ-র আওতায় পলাশবাড়ী উপজেলা পর্যায়ে একদিনের কর্মশালা উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বের অনুষ্ঠিত হয়।

কর্মশালা শুরুতে সূচনা বক্তব্য রাখেন মাধ্যামিক শিক্ষা অফিসার মাহাতা হোসেন । তিনি প্রকল্পের দিক নির্দেশনা বাস্তবায়ন জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে কাজ করার আহবান জনান। শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্ব নেত্রী বৃন্দ হিসেবে পরিচিত লাভ করেছে। শিক্ষার বাস্তবায়নের  জন্য তার আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যার কারণে সম্ভব হয়েছে দৃশ্যমান উন্নয়ন অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার শিক্ষকদের ভালমন্দ তুলে ধরে বলেন।

আজ বুধবার সকাল ১০ টায় হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা.পরিষদ চেয়ারম্যান কে. এম মোকছেদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান , জেলা শিক্ষা অফিসার রোকসানা বেগম । জয়নাল আবেদিন অধ্যক্ষ অবঃ সরকারি কলেজ গাইবান্ধা ও সভাপতি মাঠের বাজার ফাজিল মার্দাসা, সাইফুলা রহমান সভাপতি মহাদিপুর উচ্চ বিদ্যালয়, রফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান, মওঃ সাইফুল রহমান, গৃধারিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

এ প্রকল্প থেকে পলাশবাড়ী উপজেলায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ লক্ষ টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। কর্মশালায় স্কুল, কলেজ ও মার্দাসাসহ ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক ও সভাপতি গণ উপস্থিত ছিলেন।