- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:৩৯
পাটগ্রামে ভেলা ডুবে যুবক নিখোঁজ
লালমনিরহাট সংবাদদাতা ►
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সানিয়াজান নদীতে কলা গাছের ভেলা ডুবে রাজু আহম্মেদ (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার দুপুরের দিকে উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রামে মোতাহার হোসেন বাজার এলাকায় সানিয়াজান নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ রাজু জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের নুর ইসলামে ছেলে।
স্থানীয়রা জানান, তিন বন্ধু মিলে কলা গাছের ভেলায় চড়ে সানিয়াজান নদীতে ঘুরছিল রাজু। পথে কচুরিপানার স্তুপের সঙ্গে ধাক্কা লেগে ভেলা ডুবে যায়। বাকী দুই বন্ধু উঠে এলেও কচুরিপানার স্তুপে ডুবে নিখোঁজ হন রাজু। খবর পেয়ে পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের দল এসে রংপুর ডুবুরি দলকে খবর দেয়। তবে রিপোর্ট করা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাবিউল হক জানান, এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।