- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৭-৯-২০২৩, সময়ঃ সকাল ১০:০০
পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারল বাংলাদেশ
মাধুকর ডেস্ক►
ব্যাটসম্যানদের দায়িত্বহীনতায় পরাজয় দিয়ে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোর পর্ব শুরু হয়েছে বাংলাদেশ দলের। বাংলাদেশের দেয়া ১৯৩ রানের সহজ টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান ৭ উইকেটে জয় তুলে নেয়। ৩৯ ওভার ৩ বলে ১৯৪ রান তুলে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান।
রেজওয়ান করেন ৭৯ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। সালমান ২১ রানে অপরাজিত।
এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শরীফুল প্রথম ব্রেকথ্রু এনে দিলেন বাংলাদেশকে। প্রথম পাওয়ারপ্লের শেষ ওভারে ফখরকে আউট করেন শরিফুল। তাসকিনের বলে বোল্ড হন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। অধিনায়ক আউট হন ২২ বলে ১৭ রান করে। ১৬তম ওভারে এসে দ্বিতীয় উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। মিরাজ ইমামুল হককে থামান ৭৮ রানে। বাংলাদেশের হয়ে ২৪ রানে ১ উইকেট শিকার করে সেরা বোলার শরিফুল।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ১৯৩ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।
বাংলাদেশ ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই পেসার হারিস রউফ ও নাসিম শাহর বোলিং তোপে পড়ে। অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের জোড়া হাফ-সেঞ্চুরি সত্ত্বেও এশিয়া কাপ সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৮ ওভার ৪ বলে ১৯৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
৪৭ রানে ৪ উইকেট পতনের পর পঞ্চম উইকেটে ১২০ বলে ১০০ রানের জুটি গড়েন সাকিব ও মুশফিক। সাকিব ৫৩ ও মুশফিক ৬৪ রান করেন। সাকিব-মুশফিকের লড়াকু জুটির পর ১৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৬৮ বল বাকী থাকতে গুটিয়ে যায় টাইগাররা। রউফ ১৯ রানে ৪টি ও নাসিম ৩৪ রানে নেন ৩ উইকেট।
বাংলাদেশ ১৯৩ রানে অলআউট হয়।