• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:১৯

পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতলো টাইগ্রেসরা



মাধুকর ডেস্ক ►

পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ নারী দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলায় বাংলাদেশ নারী দল ২০ রানে হারিয়েছে পাকিস্তানকে। 

আগে ব্যাট করে ৬  উইকেটে ১২০ রান তোলে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী দলের হয়ে অভিষেক হয়েছে শরিফা খাতুনের। স্বর্ণা আক্তার দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত থাকেন। এছাড়া ২০ রান করেন মুর্শিদা খাতুন। পাকিস্তানের দিয়ানা বেগ পান ৩ উইকেট। 

জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২০ রান তোলে পাকিস্তান। বিসমাহ মাহরুফ দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন। বাংলাদেশ দলের নাহিদা আক্তার ও রাবেয়া খান ২টি করে উইকেট পান।