- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১১-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:২৬
পলাশবাড়ীর কৃষি কর্মকর্তার ব্যাগ থেকে টাকা নিয়ে পালানোর সময় ১ ব্যক্তি আটক।
পলাশবাড়ী প্রতিনিধি ►
পলাশবাড়ীর কৃষি কর্মকর্তার ব্যাগ থেকে টাকা নিয়ে পালানোর সময় ১ ব্যক্তি আটক। পলাশবাড়ী কৃষি অফিসারের ব্যাগে প্রণোদনার ৫২ হাজার ৬'শ ২০ টাকা নিয়ে চম্পট দেওয়ার প্রাক্কালে আটক রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে আজ বুধবার দুপুরে কৃষি অফিসারের রুমে। টাকা নিয়ে যাওয়ার সময় আটককৃত রফিকুল ইসলাম জানান, তার বাড়ী বগুড়া সদরের পাটনার পাড়া ২ নং ওয়াডে। এব্যাপারে দুপুর ২ টা ১০ মিনিটে থানায় আটককৃত ব্যক্তির সঠিক তথ্য নিতে গেলে কর্তব্যরত ডিউটি অফিসার নাম পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেন।
জানা যায়,গাইবান্ধা জেলার পলাশবাড়ী কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু প্রণোদনার টাকা তুলে এনে,টাকার ব্যাগটি অফিসের টেবিলের উপর রেখে ওয়াশ রুমে যায়। এরপর ধৃত রফিকুল কৃষি অফিসারের রুমে ঢুকে ভেনিটি ব্যাগ খুলে ৫২ হাজার ৬'শ ২০ টাকার বের করে নিয়ে সটকে পড়েন।
ঘটনাটি উপসহকারি কৃষি কর্মকর্তার সন্দেহ হলে তিনি কৃষি কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। কৃষি কর্মকর্তা ব্যাগ খুলে দেখেন টাকা নেই। এসময় সহকারি কর্মকর্তা ধৃত রফিকুল ইসলামকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টাকাসহ আটক করে অফিসে নিয়ে আসেন। এরপর থানায় খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন।