- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-২-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৪
পলাশবাড়ীতে মা ছেলে ১ম শ্রেণির শিক্ষার্থী
আবুল কালাম আজাদ, পলাশবাড়ী ►
গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় ২নং হোসেন পুর ইউনিয়নের করিয়াটা গ্রামের অশিক্ষিত অসহায় নাজমিন ছেলেকে স্কুলে ভর্তি করে দিয়ে নিজেও ভর্তি হয়ে ২ জনে পড়ালেখা শিখছে।
করিয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছেলে ওমর ফারুকের সাথে ১ম শ্রেণিতে অশিক্ষিত অসহায় নাজমিন ( ২৩) নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে ১ম শ্রেণিতে ভর্তি হয়েছে। ৮ বছর পূর্বে নাজমিন করিয়াটা গ্রামে ময়নুল হকের সাথে প্রেমের টানে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
অশিক্ষিত এ মহিলার বড় সংসারে ২ সন্তানের জননী। একজন মো: ওমর ফারুক ( ৫), অন্যজন নাসিম (২)। আড়াই বা তিন বছর হতে স্বামী ময়নুল স্ত্রী সন্তানকে ফেলে রেখে চলে যায়। এখন নিজের পায়ে দাড়ানোর চিন্তা করে পড়ালেখা শেখার জন্য ছেলের সাথে স্কুল ভর্তি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ জহরত আরা বেগম জানায়, নাজমিন ইতিমধ্যে অক্ষর জ্ঞান অর্জন করেছে। তার মেধা আছে।