• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৬-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২০

পলাশবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন



পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি►

‘আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ব্র হতে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। 

শুরুতেই স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান, এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আই.ম মিজানুর রহমান ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। 

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।