- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৬-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৪২
পলাশবাড়ীতে বিদ্যুৎপৃষ্টে শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় শনিবার রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎস্পৃৃষ্টে রায়হান মিয়া (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে স্থানীয় ফকিরহাট দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং নিহত রায়হান মিয়া একই ইউনিয়নের ঝাকুয়াপাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজারে রায়হান মিয়া তার বাবার দোকানে ছিল। সন্ধ্যা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। রাতে দোকান বন্ধ করার সময় বিদ্যুতের লাইন বন্ধ করার সময় অসাবধানতায় বিদ্যুতায়িত হয়। এসময় আশেপাশেরর লোক এসে, রায়হানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।