- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৫
পলাশবাড়ীতে প্রাণে বাঁচলেন অর্ধশত যাত্রী
পলাশবাড়ী প্রতিনিধি ►
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সবজিবোঝাই একটি ট্রাক উল্টে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য রা পেয়েছেন বাসের অর্ধশত যাত্রী। শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার রাইগ্রাম এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানান, এসআর ট্রাভেলের একটি বাস যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে রাইগ্রাম এলাকায় পৌঁছালে একটি সবজিবোঝাই ট্রাক অভারটেক করার চেষ্টা করে। এসময় বাসের ধাক্কায় ট্রাকটি উল্টে যায়। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়ক থেকে কাঁচা রাস্তার মধ্যে আটকে পড়ে। তবে এ বাসের কোনো যাত্রী আহত হননি। বাসটিতে অর্ধশত যাত্রী ছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মশিউর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় কেউ হতাহত হননি। তবে ট্রাকে থাকা কিছু পরিমাণ সবজির তি হয়েছে।